কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবু তালেব
মোঃ জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহে কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবু তালেব। বুধবার (৯ অক্টোবর) বিকালে ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ থানা শাখা এবং এক নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদাহ ৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবু তালিব। তিনি পূজামণ্ডপ পরিদর্শনের সময় হিন্দু সম্প্রদায়ের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন মহান আল্লাহ তায়ালা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। যারা পূজা করতে বাঁধা দিবে এবং বিশৃঙ্খলা করবে তারা সন্ত্রাসী। তাদের প্রতিহত করতে হবে এবং আইনের হাতে তুলে দিতে হবে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হিন্দুদের সবসময় পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন এক নম্বর সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আলিনুর রহমান,
এছাড়াও ইউনিয়নের জামায়াতের সম্মানিত আমির মাওলানা জামায়াত আলী, সাবেক শিবির নেতা বিল্লাল হোসাইন প্রমুখ।
No comments