কোটচাঁদপুরে সাংবাদিকের নগদ টাকাসহ প্রাইভেট কার ছিনতাই

 

কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি-

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম এর প্রাইভেট কার ছিনতাই হয়েছে যাহার নং ঢাকা মেট্রো-গ ১৩-৭৬২৫।
বৃহস্পতিবার (৩রা অক্টোবর) বিকাল ৫ টার সময় পৌর শহরের টিএনটি অফিসের সামনে থেকে সরোয়ার নামে একজনসহ আরও ৪/৫ জন গতিরোধ করে কারটি এবং কারের কাগজপত্রসহ বক্সের মধ্যে থাকা নগদ ৫০০০০(পঞ্চাশ হাজার) টাকা ছিনতাই করে নিয়ে যায়। 
এরপর তিনি ফেসবুকে পোস্ট দেন তার প্রাইভেট কারটি ছিনতাই হয়েছে এবং একজনকে চিনতে পেরেছেন। 
ফেসবুকে এমন পোস্ট দেখে ছিনতাইকারী কারটি কোটচাঁদপুর মডেল থানায় টাকা পাবে উল্লেখ করে  অভিযোগ করে এবং প্রাইভেট কারটি থানায় রেখে গেছে। সে কলেজ স্ট্যান্ডের ড্রাইভার হওয়ায় সে তার মাইক্রো স্ট্যান্ডের কয়েকজন কে স্বাক্ষী উল্লেখ করেছে যে সাংবাদিকের কাছে টাকা পাবে এবং এক ঘন্টার মধ্যে টাকা দিবে সে জন্য গাড়ী ও চাবি রেখে গেছে। 
সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন আমাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ছিনতাই করে নিয়ে গেছে। 
কোটচাঁদপুর মডেল থানার ওসি সৈয়দ আল মামুন অভিযোগটি গ্রহণ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দেন। 

No comments

Powered by Blogger.