কোটচাঁদপুরের সাবেক পৌর চেয়ারম্যান সিরু মিয়ার ২৩তম মৃত্যু বার্ষিকী পালন
মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার--আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। ব্যক্তি স্বার্থে নয় দেশের স্বার্থে দল করুন। দলের চেয়ে দেশ বড়। কারন আমরা জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করি। আপনি আমি সহায়তা না করলে এই সরকার এক পাও হাঁটতে পারবে না। এই সরকার কে আরো সময় দিতে হবে। আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন যাতে দ্রুততম সময়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই সরকার উপহার দিতে পারে। আধুনিক কোটচাঁদপুর পৌর সভার রুপকার প্রয়াত চেয়ারম্যান এ.কে.এম সিরাজুল ইসলাম সিরু মিয়া’র ২৩ তম মৃত্য বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগের (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক
অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আরো বলেন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা একতা বদ্ধ হয়ে কাজ করব। এবং প্রয়াত সিরু মিয়ার আদর্শ বুকে ধারণ করে আগামী দিন পথ চলার আহ্বান জানান দলীয় নেতৃবৃন্দ কে।
সকালে পৌর বিএনপি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন কালো ব্যাচ ধারন
কুরআন খতম ও কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু হয়ে বুধবার (২৩অক্টোবর) বিকালে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি আবু বকর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজেদুর রহমান পপ্পু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি এস কে এম সালাহ উদ্দীন বুলবুল সিডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান প্রমুখ। সে সময় মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মুহতামিম মাওলানা নুরুন্নবী আশিকী। এ সময় বিএনপি, যুবদল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয় ।
No comments