কালীগঞ্জে নিরাপদ সবজি চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

 


রবিউল ইসলাম ,স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ উদ্যান ও তৈল জাতীয় ফসল উৎপাদন চাষীদের নিয়ে নিরাপদ সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেসরকারী উন্নয়ন সংস্থা আশা এর উদ্যোগে হ্যাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কালীগঞ্জ, কোর্টচাদপুর ও মহেশপুর অঞ্চলের প্রান্তিক এবং ক্ষুদ্র চাষীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন, কালীগঞ্জ উপজেলা কৃষি স্প্রসারণ কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান মিয়া। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ এমদাদুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন, আশা কালীগঞ্জ অফিসের সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা, সদরে আরএম শেখ ফরিদুল ইসলাম, সদরে ম্যানেজার মকলেচুর রহমান ও আশা-ঝিনাইদহ কৃষি টেকনিক্যাল অফিসার কিলন চন্দ্র রায়। প্রশিক্ষণে জৈব চাষাবাদ পদ্ধতিতে নিরাপদ সবজী চাষের উপর দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়। 

No comments

Powered by Blogger.