ঝিনাইদহে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি- বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস ও দখল দারিত্বমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্র্ট। শি

ক্ষা দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে শহরে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলকারীরা শহর ঘুরে পোষ্ট অফিস মোড়ে এক মানবন্ধন ও সক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি শারমীন সুলতানা, সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমীন, নুসরাত জাহান সাথী, রাফসানা হোসেন, জেহাদ হোসেন, আসিফ ইকবাল সহ অন্যান্যরা। 

সমাবেশে বক্তারা বলেন ছাত্র জনতার অভুত্থানের চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবাণ ও ছাত্র রাজনীতির আদর্শবাদী বিপ্লবী ধারাকে শক্তিশালী করার দাবি জানান। 

No comments

Powered by Blogger.