কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস- ২০২৪ উদযাপন

 


রবিউল ইসলাম  স্টাফ রিপোর্টার-
কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়েই ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে সোমবার সকালে পরিষদের হলরুমে অনুষ্টিত এক সভাতে প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, ইফটিজিং আর বাল্য বিয়ে রুখে দিয়ে এ উপজেলাকে জিরো টলায়েন্সে আনা হবে। এখন কন্যা শিশুরা আর পিছিয়ে নেই। বড় হয়ে তারাই প্রশাসন সহ সমাজের বিভিন্ন স্তরে প্রতিনিধিত্ব করছেন। ইউএনও আরো বলেন, কন্যা শিশুদের সুরক্ষায় ইফটিজাদের দৌরাত্ব ও বাল্য বিয়ে বন্ধ করতে হবে। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মানিক চন্দ্র গাইন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর কন্যা শিক্ষার্থী তাসফিয়া রহমান। সভাতে উপজেলা পরিষদের অন্নান্য দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মহিলা সমিতির প্রধানগন উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.