অসামাজিক কার্যকলাপে ধরা খেলেন যুবদল নেতা টিটন\ বিচার চেয়ে স্বামীর অভিযোগ
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে অসামাজিক কার্যকলাপে ধরা খেলেন আতিকুল ইসলাম টিটন নামের এক যুবদল নেতা। এঘটনায় গত ২১ সেপ্টেম্বর’২৪ ইং তারিখে ব্যবস্থাপনা পরিচালক মোচিক বরাবর বিচার চেয়ে অভিযোগ করেছেন ভ’ক্তভুগীর স্বামী শাহিনুজ্জামান। ঘটনাটি গত ২০ সেপ্টেম্বর’২৪ তারিখে রাত আনুমানিক ২ টার সময় কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিল কলোনির ৩নং এফ টাইপের ৩য় তলায়। আতিকুল ইসলাম টিটন মৌচিকের স্থায়ী চুক্তিভিত্তিক প্রহরী হিসাবে কর্মরত ও কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়ার বাসিন্দা ও ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য। এঘটনায় গত ২২ সেপ্টেম্বর’২৪ তারিখে মোচিকের ব্যবস্থাপক (উৎপাদন) মো : মাহফুজুল হক, মোচিকের সহ-ব্যবস্থাপক (হিসাব) মো : জাহাঙ্গীর আলম ও জুনিয়ার অফিসার (বাণিজ্যিক) মো : মতিয়ার রহমানসহ তিন জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সরেজমিনে উক্ত বিষয়টি তদন্তপূর্বক ৩ কার্য দিবসের মধ্যে মতামতসহ ব্যবস্থাপনা পরিচালক সমীপে প্রতিবেদন পেশ করবেন।
লিখিত অভিযোগে ভূক্তভূগীর স্বামী শাহিনুজ্জামান জানান, গত ২০ সেপ্টেম্বর’২৪ তারিখে রাত আনুমানিক ২ টার সময় ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিল কলোনির ৩নং এফ টাইপের ৩য় তলায় স্থায়ী চুক্তি ভিত্তিক প্রহরী মো : আতিকুল ইসলাম টিটন অসামাজিক কাজে বাসায় অবস্থান করে। এসময় প্রতিবেশীদের মধ্যে জানা-জানি হয়। কিন্তু তার ভয়ে কেহ কিছু বলতে পারে নাই। সে টাকা লেনদেনের দোহায় দিয়ে প্রায় আমার বাসায় আসে কিন্তু আমি নিরাপত্তার ডিউটি করি এমডির বাংলো। এধরণের ঘটনা প্রতিবেশীরা এর আগেও আমাকে জানিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
এবিষয়ে মৌচিকের ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মাসুম রেজা জানান, এবিষয়ে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে উক্ত বিষয়টি সুষ্ঠভাবে তদন্তপূর্বক প্রতিবেদনের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন ব্যবস্থাপনা পরিচালক সমীপে পেশ করবেন।
No comments