প্রেসক্লাব কোটচাঁদপুরের কমিটি গঠন কাজী মৃদুল সভাপতি, সম্পাদক আলমগীর খানঃ
মোঃ জাহাঙ্গীর আলম , স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী “প্রেসক্লাব” কোটচাঁদপুরের দ্বি-বার্ষিক নির্বাচন আনন্দঘন পরিবেশের মাধ্যমে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যারাতে শেষ হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কাজী মৃদুল (কালের কণ্ঠ, গ্রামের কাগজ) ও সাধারণ সম্পাদক পদে আলমগীর খান (যায়যায়দিন, লোক সমাজ) নির্বাচিত হয়েছেন।
সন্ধ্যা ৭টায় কোটচাঁদপুর হাসপাতাল সড়কে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সদস্যেদের সম্মেলনে পূর্বের কমিটি ভেঙ্গে দেন সভাপতি শেখ নজরুল ইসলাম এবং নির্বাচন গ্রহণযোগ্য করতে সর্ব সম্মতিক্রমে ২সদস্য বিশিষ্ঠ আহ্য়বাক কমিটি গঠন করা হয়। আহ্য়বাক কমিটি কণ্ঠ ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করেন। প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখতে সকলের সম্মতিতে সিনিয়র সাংবাদিক খায়রুল হোসেন সাথী ও আব্দুল মালেককে উপদেষ্টা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি শেখ নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক শেখ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ মুকুল, নির্বাহী সদস্য, জাকির হোসেন, মশিয়ার রহমান, চৌধুরী আফছার উদ্দীন, সজীব আহমেদ বকুল, মোঃ আলাউদ্দীন।
No comments