কোটচাঁদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ
রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির বাস্তবায়নে গণঅভ্যুত্থানের একমাস পূরণ হওয়ার ও শহীদদের স্মরণে ছাত্রজনতার শহীদি মার্চ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের মেনই স্টান্ড থেকে একটি মিছিল বের হয়। মিছিলে ছাত্র আন্দোলনে নীহতদের বিচার দাবি ও শহীদদের স্মরণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বাসস্টান্ড এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্ররা বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহীদদের স্মরণে আজকে আমাদের এই আয়োজন।
আন্দোলনে কোটচাঁদপুর সরকারি মোশারফ হোসেন কলেজ, পৌর কলেজ, কামিল মাত্রাসা,এস ডি ডিগ্রী কলেজ, তালশার কলেজসহ কোটচাঁদপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
No comments