হলিধানী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে সিরাতুন নবী(সঃ) অনুষ্ঠিত

 

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কোলা গ্রামের যুব বিভাগের উদ্যোগে সিরাতুন নবী (সঃ) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর)  রাত ৮টার সময় এ সভা অনুষ্ঠিত হয়। 

হলিধানী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি আলম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ কে এম রাইসুল ইসলাম রাসেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  সাবেক শিবির নেতা কুদরত উল্লাহ। ৪নং হলিধানী ইউনিয়ন আমীর ডাক্তার জাকির হোসেন । 
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন  হলিধানী ইউনিয়ন সাধারণ সম্পাদক সমিদুল ইসলাম।
বক্তারা রাসুল সাঃ এর জীবনীর উপর আলোচনা করেন। রাসুল সাঃ ছিলেন সফল সমাজ সংস্কারক, রাষ্ট্রনায়ক। মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। রাসুল সাঃ এর আদর্শ বাস্তবায়ন করলেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

No comments

Powered by Blogger.