ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার- 

আগামী ১৫ই সেপ্টেম্বর ২০২৪ বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনা বিভাগীয় বিএনপির র‍্যালী সফল করার লক্ষে হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে যৌথ প্রস্তুতি সভার আয়োজন করে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। 

সভাপতিত্ব করেন কালিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-০৪ আসনের গণমানুষের প্রাণপ্রিয় নেতা কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য গোলাম রব্বানী, জুমারত আলী জুম্মা, প্রভাষক আব্দুল মাজেদ, নাজমুল হাসান তিতাস, বিএনপি নেতা মোহাম্মদ আলী খান, আব্দুল মান্নান মনা, পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি, সোহরাব হোসেন রাজু, আব্দুল গাফফার, আব্দুল হাকিম, আবদার আলী, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সংগগ্রামী সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান রনি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন লস্কর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক টিপু সুলতান রনি, আব্দুস সামাদ, মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর কৃষক দলের সদস্য সচিব ইয়ানুর রহমান সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




No comments

Powered by Blogger.