কোটচাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ

রোকনুজ্জামান কোটচাঁদপুর থেকে- ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অফির্সাস ক্লাব মিলনায়তনে এ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ খায়রুজ্জামান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, কোটচাঁদপুর কামিল মাদরাসা সহকারী অধ্যাপক মুহাঃ আবদুল কাইয়ুম, কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস চন্দ্র সিংহ, মোঃ আমিনুর রশিদ রাজিব, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার প্রমুখ। সে সময় কোটচাঁদপুর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও ৫৬ জন ছাত্র, ছাত্রী মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ফারুক হোসেন।এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা ছাত্র,ছাত্রী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.