ঝিনাইদহে ৫ দফা দাবীসহ নিরাপত্তার দাবীতে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার- সংখ্যালঘু মন্ত্রনালয়, সুরক্ষা কমিটি গঠন, সংসদীয় আসন বরাদ্দসহ ৫ দফা দাবী আদায় ও নিরাপত্তার দাবীতে ঝিনাইদহের মানববন্ধন কর্মসূচী পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রোববার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মধুগঞ্জ বাজারে কালীগঞ্জ সনাতনী সম্প্রদায়ের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত সনাতনী সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে কালীগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তিথি রানী ভদ্র, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত খা, কালীগঞ্জ সার্বজনীন কালীবাড়ি মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি নিশীথ বরণ সাহা, সাধারণ সম্পাদক অমিলন্দন বিশ্বাস সাধনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, তাদের দাবী মেনে নেওয়াসহ দেশের বিভিন্ন স্থানে সনাতনী ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘর ভাংচুর, লুটপাটের প্রতিবাদ জানিয়ে সকলের নিরাপত্তার দাবীও জানান। ।

No comments

Powered by Blogger.