ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে কৃষকের সাড়ে ৭’শ কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর মিস্ত্রিপাড়া গ্রামের মাঠে পূর্ব শত্রুতার জেরে আল আমিন নামের এক কৃষকের ৭৫০ টি কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গেলরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানায়, গেল প্রায় ১০ বছর আগে চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাক, বানিয়াকান্দর গ্রামের মামুন ও বৈডাঙ্গা গ্রামের মো: সালেহ যৌথভাবে ব্যবসা করতো। পরবর্তিতে তাদের মধ্যে ব্যবসায়িক লচ সংক্রান্ত বিষয় নিয়ে আব্দুর রাজ্জাকের চন্ডিপুর মিস্ত্রিপাড়া গ্রামের প্রায় ৭০ শতাংশ জমির দলির নিয়ে নেয় মামুন। পরবর্তিতে আব্দুর রাজ্জাকের কাছ থেকে তিন বছর আগে ওই জমি লিজ নিয়ে কলাগাছের চাষ করছিল চন্ডিপুর গ্রামের আল আমিন। এর মধ্যবর্তী সময়ে মামুন ওই জমি মো: সালেহ এর কাছে বেচে দেয়। কিন্তু আব্দুর রাজ্জাক বলে আমি শুধু দলিল মামুনকে দিয়েছি, কিন্তু জমি বিক্রি করিনি। এ নিয়ে বিরোধের গেল রাতে ওই জমিতে লাগানো আল আমিনের ৭৫০ টি কলাগাছ কেটে দেয় সালেহ ও মামুনের সমর্থকরা। ক্ষতিগ্রস্থ কৃষক আল-আমিন জানান, এই গাছের মধ্যে ৪০০ টি কাচকলা ও ৩৫০ টি সবরি কলাগাছ ছিল। ইতোমধ্যে জমিতে তার খরচ হয়েছে প্রায় ৬৫ হাজার টাকা। কলা বিক্রি করতে পারলে সে প্রায় ৪ লক্ষাধীক টাকা আয় করতে পারতো। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, কলাগাছ কাটার বিষয়ে শুনেছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments

Powered by Blogger.