ঝিনাইদহের কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার- ঝিনাইদহ কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের ৯ দফা দাবী আদায়ের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে আন্দোলনকারীরা শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাসস্ট্যান্ডের ট্রাফিক চত্বরে এসে সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, সরকারের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিদের নির্দেশে পুলিশ পেটোয়া বাহিনী শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে প্রকাশ্য দিবালোকে গুলি করে মানুষ হত্যা করছে। সারাদেশে নিরীহ শিক্ষার্থীদের বুকের তাজা রক্তে আজ রাজপথ রঞ্জিত হয়ে গেছে। হাজার হাজার শিক্ষার্থীকে চিরদিনের জন্য পঙ্গু করা হয়েছে। সারাদেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছে গুলি ছুড়ছে ও অগ্নিসংযোগ করছে পুলিশ ও ছাত্রলীগ। অথচ বাড়িতে বাড়িতে তল্লাশী চালিয়ে আটকের মাধ্যমে নির্যাতন করা হচ্ছে তাদেরকে। কাজেই বর্তমান জালেম অত্যাচারী সরকারের নির্যাতন পাক হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। আন্দোলনকারীরা হুশিয়ারী উচ্চারন করে আরও বলেন, আন্দোলন চলতে থাকবে। লক্ষ্যে পৌছাতে আর অল্প কিছু সময় বাকি আছে। এরপর সবকিছুর হিসাব কড়ায় গোন্ডায় মিলিয়ে নেয়া হবে। এ সময়ে সাধারন জনতার একটি অংশ সাধারন ছাত্র-ছাত্রীদের সমর্থন জানিয়ে মিছিলে অংশ গ্রহন করতে দেখা যায়। শ্লোগানে শ্লোগানে মুরিখিত ছিল মিছিলটি। শান্তিপূর্ণ এই মিছিলে ছিলনা পুলিশের কোনো বাধা। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তরা বলেন, আমরা ছাত্র, যৌক্তিক এ আন্দোলনে আমাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো হচ্ছে। ইতিপূর্বে শান্তিপূর্ণ প্রোগ্রামে পুলিশ বাঁধা দিয়ে আমাদেরকে লাঠিপিঠা করছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। বক্তারা কালীগঞ্জ সহ সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায়-পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

No comments

Powered by Blogger.