কালীগঞ্জে মিলনের নেতৃত্বে যুবদলের আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টর-
বিএনপির কেন্দ্র ঘোষিত যুবদলের নব গঠিত কেন্দ্রীয় কমিটিকে (আংশিক) স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদল। উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের নেতৃত্বে সোমবার বিকালে ফয়লা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের কালীবাড়ি মোড় ঘুরে থানা রোড হয়ে নিমতলা বাস স্ট্যান্ড প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিল পরবর্তী দলীয় কার্যালয়ের সামনে পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা শেষে আনন্দ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়। মিছিলে কালীগঞ্জ পৌর কাউন্সিলর ও যুব নেতা আশরাফুজ্জামান রনি, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আজিজুল ইসলাম লষ্কর , পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শাহিন লস্কার, যুবনেতা ফারুক হোসেনসহ দলটির বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী অংশ নেয়।
উল্লেখ্য, চলতি মাসের ৯ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সাক্ষরিত এক বিবৃতিতে আব্দুল মোনায়েম মুন্নাকে যুবদলের সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়।
No comments