সকালে সংবাদ সম্মেলন, বিকালে মনোনয়ন ফম বাতিল ঘোষনা লুকোচুরি করে নির্বাচনের তফসিল ঘোষনা, সভাপতি কিছুই জানে না

শাহজাহান আলী সাজু\ ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল কর্মচারী সঞ্চয় ও সরবরাহ সমবায় সমিতি সদস্যবৃন্দ সুষ্ঠু হিসাব-নিকাশ ও নির্বাচনের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবী জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন মোবারকগঞ্জ চিনিকলের সমবায় সমিতির সদস্যবৃন্দ। সোমবার সকালে মোবারকগঞ্জ চিনিকলের সমবায় সমিতির অফিসে এই সাংবাদিক সম্মেলন করেন তারা। মোবারকগঞ্জ চিনিকলের সমবায় সমিতির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোবারকগঞ্জ চিনিকলের সমবায় সমিতির নির্বাচনের সহ-সভাপতি পদপ্রার্থী মো : আতিয়ার রহমান। সহ-সভাপতি পদপ্রার্থী মো : আতিয়ার রহমান বলেন, গত ১৮ মে’২৪ তারিখে ৮/১(২) নং স্মারকে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল কর্মচারী সঞ্চয় ও সরবরাহ সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সাধারণ নির্বাচন লুকোচুরি করে তফসিল ঘোষনা করা হয়েছে। সমিতির সুষ্ঠু হিসাব-কিতাব না করে কোন আলোচনা সভা না করে ব্যবস্থাপনা কমিটির সস্পাদক গোলাম রসুল এই ত্রুটিপূর্ণ তফসিল ঘোষনা করে। তিনি আরো বলেন, ২৯ জুন’২৪ তারিখে বিকাল ৫টায় আমরা জানতে পারি নির্বাচনের তফসিল ঘোষনা করে উপজেলা সমাজ সেবা অফিসে নুটিশ দিয়েছেন। যেহেতু তফসিল ঘোষনা করেছে সেহেতু আমরা ভোটে অংশগ্রহন করার সিদ্ধান্ত নিই। কিন্তু সমবায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী মোবারকগঞ্জ চিনিকল কর্মচারী সঞ্চয় ও সরবরাহ সমবায় সমিতির সভাপতি মনোনয়ন ফর্মে স্বাক্ষর ও ছবি সত্যায়িত্য বিধান রহেছে। সেকারণে নির্বাচনের মনোনয়ন ফর্মে স্বাক্ষর ও ছবি সত্যায়িত্য করতে সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো : সাইফুল ইসলামের নিকট গেলে তিনি বলেন, মোবারকগঞ্জ চিনিকল সমবায় সমিতি লি. এর নির্বাচন ও কমিটি গঠন সম্পর্কে তার সাথে সম্পাদক মো : গোলাম রসুল কোন আলোচনা বা সভা করেননি এবং এ সংক্রান্ত কোন নোটিশ/চিঠিপত্র সভাপতির নিকট দাপ্তরিক ভাবে আসেনি বা আমি অবগত নই। এজন্য আপনাদের মনোনয়ন ফর্মে আমি সহি করবো না বলে জানান তিনি। পলাশ জোয়াদ্দার নামের এক সদস্য প্রার্থী অভিযোগ করে বলেন, গত ৯ বছরে সমিতির কোন হিসাব-নিকাশ করেনি। কেন হিসাব-নিকাশ করেনি সাংবদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতির পরিস্তিতির স্বীকার। অনেক সদস্য অভিযোগ করে বলেন, গত ১০ বছরে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের সুষ্ঠু নির্বাচন হয়নি। পকেট কমিটি দিয়েই চলছে। এদিকে সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো : সাইফুল ইসলাম মনোনয়ন ফর্মে স্বাক্ষর না করায় উভয় পক্ষের মনোনয়ন ফর্ম বাতিল করে দিয়েছেন মোবারকগঞ্জ চিনিকল কর্মচারী সঞ্চয় ও সরবরাহ সমবায় সমিতির নির্বাচন কমিটির সভাপতি ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক হোসেন আলী। জানতে চাহিলে নির্বাচন কমিটির সভাপতি ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক হোসেন আলী বলেন, সমবায় সমিতির বিধিমালা/২০০৪ এর ২৮ এর (১)(খ) বিধি মোতাবেক সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি কর্তৃক মনোনয়ন পত্র স্বাক্ষর কারার বিধান রহেছে। সেকারণে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় উভয় পক্ষে মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়।

No comments

Powered by Blogger.