কালীগঞ্জে ইকরা ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে ইকরা ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার মাদ্রাসা প্রাঙ্গণে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ আতিয়ার রহমান। ইকরা ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা খালিদ হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহকারী পরিচালক মাওলানা মোঃ তাসনীমুজ্জামান, সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম প্রমূখ। এসময় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতেই শুভেচ্ছা বক্তৃতা করেন, ইকরা ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা খালিদ হাসান।
No comments