ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার ও ভিডিপির বৃক্ষরোপন কর্মসূচী

ঝিনাইদহ প্রতিনিধি- পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে আনসার ও ভিডিপির পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে কর্মসূচীর অংশ হিসেবে ঝিনাইদহ আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্টের কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলায় রোপনের জন্য গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট ফারিহা তাবাচ্ছুম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকন উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসেবে ঝিনাইদহের ৬ উপজেলায় ফলজ, বনজ ও ভেষজ ৭’শ ৭ টি গাছ রোপনের জন্য বিতরণ করা হয়। এছাড়াও জেলা কার্যালয় চত্বরে বিভিন্ন গাছ রোপন করা হয়। জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন বলেন, আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে অন্যান্য জেলার ন্যায় ঝিনাইদহ জেলাতেও বৃক্ষরোপন অভিযান চলমান রয়েছে। আমরা আমাদের ৬ উপজেলায় গাছ রোপনের জন্য বিতরণ করেছি। তিনি আরও বলেন, গাছ পরিবেশের অকৃত্রিম বন্ধু। শুধু গাছ লাগালেই হবে না, গাছের সঠিক পরিচর্যা ও নিয়মিত গাছের দেখভাল করতে হবে। আমরা আমাদের কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছি।

No comments

Powered by Blogger.