কালীগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শক্তি শিক্ষা বৃত্তি প্রদান
এম শাহজাহান আলী সাজু-
ঝিনাইদহের কালীগঞ্জে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের দরিদ্র সদস্যদের সন্তানদের (মেধাবী শিক্ষার্থী) মাঝে শক্তি শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। নারীর ক্ষমতায়নে শক্তি ফাউন্ডেশনের উদ্দোগ্যে এই উপলক্ষে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশোনার (ভূমি) মো : শাহিন আলম, শক্তি ফাউন্ডেশনের রিজিওন হেড শেখ মো : তৌফিকুল ইসলাম, মো : দেলশাদ আলী, শাখা ব্যাবস্থাপক মো : আনোয়ারুল ইসলাম, এরিয়া সুপার ভাইজার মো : মনিরুজ্জামান খান, লিগাল অফিসার মো : রাকিবুল ইসলামসহ শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে ৬ জন দরিদ্র সদস্যদের সন্তানদের (মেধাবী শিক্ষার্থী) মাঝে শক্তি শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। ৪ বছর মেয়াদের এই শিক্ষাবৃত্তি ছয় মাস পর পর এই চেক বিতরণ করা হবে বলে জানান ফাউন্ডেশন কতৃপক্ষ। এর মধ্যে ২ জনকে ১২ হাজার ও ৪ জনকে ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়। জীবন নগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মোছা : জান্নাতুল ফরদৌসী শোভা তার অভিমত ব্যাক্ত করে বলেন, আমার বাবা দরজির কাছ করেন। আমার লেখাপড়ার খরচা ঠিকমত দিতে পারে না। এই শিক্ষা বৃত্তি পেয়ে আমার লেখাপড়ার জন্য অনেক উপকৃত হবে।
No comments