ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তাল গাছ রোপনের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে তালগাছ রোপনের উব্দোধন করা হয়েছে। দুপুরে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ভগবানগর গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সজল কুমার দাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও কালীচরনপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, ভগবানগর গ্রাম থেকে বেলেডাঙ্গা গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার গ্রামীন সড়কের দু'পাশে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুই হাজার তালের গাছ রোপন করা হবে। স্থানীয়দের সহযোগিতায় গাছগুলো পরিচর্যা করা হবে।
No comments