কালীগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৫ জন হিজড়াকে বিউটিফিকেশন প্রশিক্ষণ
এম শাহজাহান আলী সাজু-
ঝিনাইদহের কালীগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় বিউটিফিকেশন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে রোববার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো : আব্দুল কাদের। উপজেলা সমাজসেবা কার্যালয়ে আযোজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো : মোমিনুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস রেজিস্ট্রার হাসানুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারজানা আক্তার প্রমূখ। বিউটিফিকেশন প্রশিক্ষক হিসাবে ছিলেন সাহিদা ইসলাম ও সাদিয়া আফরিন। বিউটিফিকেশন প্রশিক্ষণে ১৫ জন হিজড়া অংশ নেন।
No comments