কালীগঞ্জে বাকি না দেওয়ায় দোকানিকে মারপিট \ থানায় অভিযোগ
রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার-
কালীগঞ্জে বাকীতে মালামাল না দেওয়ায় গোলাম মোস্তফা নামে এক ব্যবসায়ীকে মারপিট ও দোকান বন্ধ করে দেবার হুমকি দিয়েছেন শাহিন ডাক্তার নামে এক ব্যক্তি। বুধবার উপজেলার বারবাজার ইউনিয়নের মঙ্গলপৈতা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচার চেয়ে ওই ব্যবসায়ী ইউনিয়ন পরিষদ ও সূবর্ণসারা পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভূক্তভোগী সোনালীডাঙ্গা গ্রামের আলী আকবারের ছেলে ব্যবসায়ী গোলাম মোস্তফা জানায়, মঙ্গলপৈতা বাজারে তার মুদিদোকান আছে। একই বাজারে মঙ্গলপৈতা গ্রামের আব্দুল মালেকের ছেলে গ্রাম্য ডাক্তার শাহীনও ডাক্তারি করেন। পরিচিতি সুবাদেই মোস্তফার দোকান থেকে শাহিন ২২ হাজার টাকা বাকিতে মালামাল নেয়। পাওনা টাকা পেতে গত ৪ জুন হালখাতার চিঠি দিলেও শাহীন ডাক্তার একটি টাকাও পরিশোধ করেনি। তারই একদিন পর বুধবার সকালে শাহীন ডাক্তার তার ছেলেকে মোস্তফার দোকানে আবারো বাকিতে মালামাল আনতে পাঠায়। কিন্তু বাকি দিতে অস্বীকৃতি জানালে কিছু সময় পরই শাহিন ডাক্তার এসে মোস্তফাকে দোকানের মধ্যে ফেলে মারপিট করেন। এ খবর ছড়িয়ে পড়লে মঙ্গলপৈতা বাজারের সকল দোকানদার প্রতিবাদে প্রায় তিন দোকান ঘন্টা বন্ধ রাখেন।
উল্লেখ্য, মঙ্গলপৈতা বাজারের অনেকের অভিযোগ উক্ত শাহিন ডাক্তার বাকিতে মালামাল নিয়ে টাকা পরিশোধ করেন না। ওই বাজারের নাসিম টেলিকম শাহিন ডাক্তারের কাছে ৮ হাজার ৫’শ টাকা পান। টাকা চাইলে বিভিন্ন অজুহাত দেখান। এক জুয়েলারী ব্যবসায়ী জানায়, দেড় বছর আগে শাহিন ডাক্তার গহনা বানিয়ে ৩৯ হাজার টাকা বাকি রেখেছিল। কিন্তু টাকা চাইলে বিভিন্ন তালবাহানা ও হালখাতার চিঠি দিলেও আসেন না। একই ভাবে বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী ১৩শ, চা দোকানি ১৫শ ও মাছের দেকানদার ৯হাজার ৫শটাকাসহ একাধিব ব্যবসায়ী শাহিনের কাছে টাকা পাবে। কিন্তু শাহিন তাদের টাকা পরিশোধ না করে তালবাহানা ও হুমকি ধামকি দিয়ে থামিয়ে রাখেন। সর্বশেষ ব্যবসায়ী গোলাম মোস্তফা সুবিচার পেতে শাহিন ডাক্তারের বিরুদ্ধে সুবর্ণসারা পুলিশ ক্যাম্প ও বারোবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর এক লিখিত অভিযোগ দিয়েছেন।
মঙ্গলপৈতা বাজার বনিক সমিতির সভাপতি আমির হোসেন জানান, শাহিন ডাক্তারের এই অত্যাচারের প্রতিবাদে সকল দোকান বন্ধ রাখা হয়েছে। শাহিন ডাক্তার প্রায়ই ব্যবসায়ীদের সাথে অশোভন আচরন করে থাকেন। তারা শাহিন ডাক্তারের শাস্তির দাবি জানান ।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত শাহিন ডাক্তারের ০১৭১৫-৬৫৭১০১ নং মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
সূবর্ণসারা পুলিশ ক্যাম্পের আইসি এসআই অচিন্ত জানান, একটি অভিযোগ পেয়েছি। বনিক সমতিরি লোকজন দোকান বন্ধ রেখেছিলেন। শিঘ্রয় বিয়য়টি নিয়ে সমাধানের চেষ্টা করবো।
No comments