রাজনৈতিক প্রতিহিংসার শিকার বেদে পল্লীর ৩০ ঘর মানুষ ঘরে ফেরার আকুল আকুতি
স্টাফ রিপোর্টার-
বেদেপল্লি বা বেদে সম্প্রদায়ের প্রসঙ্গ এলেই চোখের সামনে ভাসে তাঁবু কিংবা নৌকায় মানুষের বসবাসের চিত্র। যেখান থেকে তারা পাড়ায়-মহল্লায় ঘুরে ঘুরে সাপের খেলা দেখান। ঝাড়ফুঁক দিয়ে এবং তাবিজ-কবচ বিক্রি করে অর্থ উপার্জন করেন। এ দৃশ্য দেখে যাঁরা অভ্যস্ত, তাঁরা সরকারের নির্মিত আশ্রয়ন প্রকল্পে বেদেপল্লি এলে বিস্মিত হবেন। আধুনিক ইমারত, পাকা, আধা পাকা ও টিনশেড বাসায় বসবাস করেন বেদেরা। জীবন যাত্রার মান পরিবর্তন হলেও অন্তঃদন্দে বিভক্ত হয়ে পড়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেদেপল্লীতে বসবাসরত বেদেরা। রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিন্নমূল এই মানুষগুলো। এক পক্ষের নেতৃত্ব দিয়ে থাকে রাসেল হোসেন এবং অপর পক্ষে মনিরুল ইসলাম। বিভিন্ন সময়ে মামলা, হামলার শিকার ছিন্নমূল এই মানুষগুলো।
ইতিমধ্যে রাসেলের সমর্থকরা বুধবার সকালে পুলিশি বাঁধার মুখে কোটচাঁদপুর রোডস্থ আওয়ামীলীগ পার্টি অফিসের সামনে অবস্থান করে। নিজ বাড়িতে ফিরে যেতে তারা মরিয়া। বর্তমানে এই পরিবারগুলো ফুটপাতে অবস্থান করছে। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর থেকে ৩০টি পরিবার নিয়ে তারা বাইরে অবস্থান করে।
অপরদিকে এক দলের নেতৃত্ব দিয়ে থাকে মনিরুল ইসলাম। তার নেতৃত্বের অনুসারিরা বর্তমানে কাশিপুর বেদে পল্লীতে অবস্থান করছে। সবাই ক্ষমতাসীন দলকে সমর্থন করলেও রাজনৈতিক প্রতিহিংসার কারনে বিভিন্ন সময়ে একটি দলকে হতে হয় বাড়ি ছাড়া।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু আজিফ জানান, আগামী রোববার দুই পক্ষে সর্দ্দারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয়দের নিয়ে বসার কথা আছে। আশা রাখি সুষ্ঠ সমাধান হয়ে যাবে।
No comments