ঝিনাইদহে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের শিশু একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক উৎসব-২০২৪ এর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
সেসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদদাতা পিন্টু লাল দত্ত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে অংশগ্রহণ করে ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়, পৌর মডেল স্কুল এন্ড কলেজ, শৈলকুপা উপজেলা দল ও মহেশপুর উপজেলা দল।
No comments