ঝিনাইদহে প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় অর্ন্তভুক্তির বৃদ্ধির লক্ষ্যে অ্যাডভোকেসি সভা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় অর্ন্তভুক্তি বৃদ্ধি করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের এইড ফাউন্ডেশনের উদ্যোগে চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় দুপুরে ঝিনাইদহ পৌরসভার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু, চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের কর্মকর্তা খন্দকার আশরাফুন্নাহার আশা, সিবিআর কর্মী রাশিদুল ইসলামসহ অন্যান্যরা।
সেসময় বক্তারা, প্রতিবন্ধী শিশুদের আগামীতে শিক্ষায় অন্তর্ভুক্তি বৃদ্ধি করা যায় ও সে ক্ষেত্রে বাঁধা গুলো কি কি? এবং কিভাবে এর সমাধান করা যায় এ বিষয়ে সকলে মতামত প্রকাশ করেন। এক্ষেত্রে শিক্ষকেরা বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তিতে সকল সহযোগিতা আশ্বাস দেন। আয়োজকসহ সকলে আশা করেন সকলের সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় ফিরিয়ে এনে এসডিজির লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব।
No comments