ঝিনাইদহে বিশ্ব মা দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। বিশ্ব মা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন এর সহযোগিতায় রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ। সেসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ:দ:) মুন্সী ফিরোজা সুলতানা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, নারী সাংবাদিক, বিভিন্ন এনজিও পরিচালক, শুশিল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ:দ:) মুন্সী ফিরোজা সুলতানা। সার্বিক ভাবে সহযোগিতা করেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম, এস এম সোহেল রানা, রোকেয়া খাতুন, শিললুর রহমান, ইব্রাহিম, ফৌজিয়া হক জুই, রোকেয়া খাতুন, সামিয়া রহমান প্রমূখ।
No comments