রাঙার দাম ৮০ হাজার!
" হুসাইন কবীর সুজন "
কোরবানির ঈদকে টার্গেট করে রাঙার দাম আকিয়াছে আশি হাজার টাকা। কুরবানীর ঈদে হাট মাতাবে রাঙা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মোহাম্মদ আব্দুল হান্নানের নিজের পালিত ছাগলের দাম নির্ধারণ করেছে ৮০ হাজার টাকা। যার আনুমানিক ওজন ৬০ থেকে ৬৫ কেজি বলে ছাগল মালিকের ধারণা। তোতাপুরী জাতের এই ছাগলটি দেখতে ইতিমধ্যে ক্রেতারা আসছে তার বাড়িতে। কাঙ্খিত দাম না হওয়ায় টার্গেট ঈদের হাট। আব্দুল হান্নানের সাথে কথা বল্লে তিনি জানান, ছাগলটি তিনি প্রায় এক বছর নিজ বাড়িতে পালন করেছে। রাঙ্গার নিয়মিত খাবার তালিকায় ভুট্টা ভাঙ্গা, গমের ভুষি, কাঁঠালের পাতা, কাঁচা ঘাস থাকে।
মোটাতাজা করুন কোন পদ্ধতি ছাড়াই ছাগলটি পালন করেন তিনি। ৮০ হাজার টাকায় ছাগলটি বিক্রি করবেন বলে আব্দুল হান্নানের প্রত্যাশা।
No comments