কালীগঞ্জে বারবাজার ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৯ নং বারবাজার ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে ১কোটি ৬৮লাখ ৩৮হাজার টাকার বাজেট পেশ করেন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বাজেটে রাজস্ব খাতে ৮০লাখ ৮৮হাজার টাকা ও উন্নয়ন খাতে ৮৭ লাখ ৫০হাজার টাকা ধরা হয়েছে। এবং ৫লাখ ৩হাজার ৫শ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
এ উপলক্ষে গতবৃহস্পতিবার বিকালে পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, বারবাজার গোড়ার মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান।
পরিষদের সচিব গৌতম বিশ^াসের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে পরিষদের সকল পুরুষ ও মহিলা ইউপি সদস্য শিক্ষক, স্থানীয় ব্যবসায়ীগন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments