ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কোরআন খতম আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ।
স্টাফ রিপোর্টার-
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩০ মে ২০২৪ বৃহস্পতিবার বিকাল ৪টায় হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতম আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
উক্ত সভা সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -০৪ আসনের গণমানুষের নেতা সাবেক ছাত্রনেতা কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আফসার আলী, জুমারত আলী, আবু জাফর, প্রফেসর আব্দুল মাজেদ, নাজমুল হাসান তিতাস, বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ আলী খান, আব্দুল মান্নান মনা, আমিনুর রহমান, পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি, সোহরাব হোসেন রাজু, কালিগঞ্জ পৌর কৃষক দলের সদস্য সচিব ইয়ানুর রহমান, বিএনপি নেতা আব্দার আলী সহ কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদল সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্য জনাব হামিদুল ইসলাম হামিদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু মঙ্গল কামনা করেন এবং এতিম খানার শিশু ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন।
No comments