ঝিনাইদহে ব্রি ধান-১০০’র শস্য কর্তন ও মাঠ দিবস
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ব্রি ধান ১০০’র শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার হলিধানী গ্রামের কৃসক আব্দুস সাত্তাদের জমিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ)’র আয়োজনে অনুষ্ঠিত এ মাঠ দিবসে ওই গ্রামের ৩০ জন কৃষাণ কৃষাণী অংশ নেয়।
স্থানীয় কৃষক আলহাজ্ব হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি)’র ফিল্ড সুপারভাইজার মীর মো: আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন আইএফডিসি’র জুনিয়র এক্সটেনশন অফিসার মোহাম্মদ আরিফুল করিম, সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন ও কৃষিবিদ বদিউজ্জামান।
এসময় বক্তারা বলেন, ব্রি ধান ১০০ ধানের ফলন বেশি, কম সময়ে পাকে ও রোগ বালাইও কম হওয়ায় চাষিরা এ ধান চাষে আকৃষ্ট ও খুব লাভবান হচ্ছেন। এসব ধান প্রতি বিঘায় ৩০/৩২ মণ উৎপন্ন হয়। জিংক সমৃদ্ধ ও রোগ বালাই সহিঞ্চু এ ধান আবাদের ফলে কৃষক লাভবান হচ্ছে।
ফসল কর্তন পরবর্তী তুলনামূলক ফলাফলে জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০০ জাতের ধানের ফলন বেশী হওয়ায় আগামী বোরো মৌসুমে এই জাতের ধান চাষে উপস্থিত সকল কৃষক সম্মতি প্রদান করেন।
No comments