পদ্মাকর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের ২০২৪-২৫ অর্থবছরে নতুন কর আরোপ ছাড়াই ৯৬ লাখ ৯৩ হাজার ১৬১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস এ বাজেট ঘোষণা করেন।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব শাহরুখ আহম্মেদ আকাশ, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসএটিভি’র জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, ইউপি সদস্য আলম বিশ্বাস, সাজেদুল ইসলাম, নায়েব আলী, পরিতোষ কুমার, জাহিদুল ইসলাম, আল-আমিন, মফিজুর রহমান, নাসির উদ্দিন, তাহেরা খাতুন, ফরিদা খাতুন, লাবনী খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments