কোটচাঁদপুরে রাতের আঁধারে কৃষকের ড্রাগন গাছ কেটে দিলো দুর্বৃত্তরা
রোকনুজ্জামান কোটচাঁদপুর থেকে-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিন্দিয়া গ্রামের আবুল কালাম আজাদের রাতের আঁধারে ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি মাদ্রাসা পাড়ার মৃত আহসান উল্লাহর পুত্র।
শনিবার (২৫শে মে) সকাল বেলা আবুল কালাম আজাদ ড্রাগন বাগানে গিয়ে দেখতে পান ৪২শতাংশ জমির ড্রাগন গাছের মধ্যে ২২শতাংশ জমির গাছ সবই কে বা কাহারা কেটে দিয়েছে। ড্রাগন বাগানের দিকে তাকালে বুঝার উপায় নাই যে গাছ কেটে দিয়েছে। প্রতিটি ড্রাগন গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
আবুল কালাম আজাদ বলেন অজ্ঞাত পুর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে ড্রাগন গাছ কেটে দিয়েছে। তিনি তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করে ক্ষতিপুরণ দাবি করেছেন।
এব্যাপারে তিনি কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে আলিম মাদ্রাসার পশ্চিম পাশের মাঠে ৪২শতাংশ জমিতে ড্রাগন বাগান আছে। শনিবার সকাল আনুমানিক ৫ টার সময় ড্রাগন বাগানে গিয়ে দেখতে পান ২২ শতাংশ জমির সম্পুর্ণ ড্রাগন গাছ অজ্ঞাত দুর্বৃত্তরা কেটে দিয়েছে। এতে প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ডিএসবি কামরুজ্জামান জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
No comments