কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী মাওলানা ওলিউর রহমান।
তাসনিম মুহসীন,স্টাফ রিপোর্টার-
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহ জেলার কালীগন্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শেষ মুর্হুতে প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার চালালেও মনোনয়ন ফরম জমা দেওয়ার পরে দলীয় সিদ্ধান্তে সরে দাড়ানো কথা জানান তিনি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় জামায়াতের প্রার্থী ওলিউর রহমান এ ঘোষনা দেন। তিনি চিত্রা নিউজ ২৪ কে বলেন, দেশের প্রশ্নবিদ্ধ নির্বাচনী ব্যবস্থার প্রেক্ষাপটে সংগঠনের সিদ্ধান্তের প্রেক্ষিতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো বলেন, আমি যখন যেভাবে সুযোগ পাবো, অব্যাহতভাবে ইসলাম ও দেশের কল্যাণে কাজ করে যাবো। আমি কাজ ও সেবা দিয়ে মানুষের অন্তরে জায়গা করে নেয়ার চেষ্টা করব । এক্ষেত্রে কোন বাধা-বিপত্তি আমাকে সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারবে না ।
No comments