৫ বছর বয়সের অবুঝ অসহায় শিশু মেয়েটা যাবে কোথায় ?
স্টাফ রিপোটার-
ঝিনাইদহ সদর উপজেলা গড়িয়ালা গ্রামের মৃতঃ শফিউদ্দিন এর পুত্র তৈয়বুর রহমান (৩২) বর্তমান সেনা সদস্য সেনা নং: ২৬০২৭৩৬। সে বিয়ে করে কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের মৃত আব্দুল মোতালের কন্যা নাসিমা খাতুন (২৯) কে। ২০১২ সালে পারিবারিকভাবে বিবাহ হয়। কিন্তু তৈয়বুর প্রতারনা করে কাবিননামা রেজিস্ট্রি করেন ০৯/০২/২০১৮ সালে। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান জন্ম হয়। তার নাম তাছলিম রহমান (৫)। দাম্পত্য জীবনে যৌতুকের দাবিতে কলহর সৃষ্টি হয় এবং তৈয়বুর রহমান গত ১৩/০৪/২৩ তারিখে নাসিমাকে তালাক প্রদান করে। বিবাহ বিচ্ছেদের জন্য অসহায় নাসিমা খাতুন আদালতের সরনাপর্ণ হন এবং যৌতুকের মামলা করেন। মামলায় নাসিমা হেরে যান এর পর নাসিমা কালীগঞ্জ সহকারি জজ আদালতে একটি পারিবারিক মামলা করেন মামলা নং ৫২/২৩ তাং ২৫/০৫/২৩ যা বর্তমান চলমান আছে। নাসিমা আরো একটি মামলা করেন এ,ডি,এম আদালতে যাহার নাম্বার পিঃনংঃ ২৪৫/২০২৩
মামলায় জামিনের জন্য সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশন কুমিল্লা সেনানিবাস হতে। পদবী মেজর আবু রাসেল সিদ্দিকী একটি সনদপত্র দেন (তৈয়বুর রহমান এর সৈনিক নং-২৬০২৭৩৬ পদবী কর্পোরাল মোঃ তৈয়বুর রহমান এসিসি) এই সনদপত্র দাখিল করে আদালত থেকে জামিন প্রাপ্ত হন। ছেলে তৈয়বুর রহমান ১ লক্ষ টাকা কাবিনে কোন টাকা না দিয়ে গহনা বাবদ ৪৫ হাজার টাকা উশুল দেখিয়ে প্রতারণা করেন। ইতিমধ্যে তৈয়বুর রহমান দ্বিতীয় বিয়ে করেছেন। নাসিমাকে যৌতুকের জন্য তার স্বামী তৈয়বুর রহমান সংসার চলাকালিন সময়ে শারিরিক ও মানুষিক নির্যাতন করেছেন। সে কারনে তার সংসারটা ভেঙ্গে যায়। নাসিমা সেনাবাহিনীর প্রধানের কাছে স্বামী তৈয়বুর রহমানের বিরুদ্ধে সঠিক বিচারের দাবি করেন। শিশু কন্যা তাছলিম রহমানকে কে খাওয়াবে পরাবে, মায়ের কোনো চাকরি নাই। বাবা বিয়ে করে সংসার করছে। মায়ের অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে নাসিমার ভাইয়েরা। কে তাছলিম রহমানের দায়ভার নেবে। তাছলিম রহমান সেনাপ্রধান এর কাছে বিচার চাই সে তার বাবা মায়ের ভুলের বলি হয়েছে এবং তাসলিম রহমান বলেন আমি বাঁচতে চাই এই সুন্দর পৃথিবীতে।
No comments