প্রমান মিললে আসতে পারে নিষেধাজ্ঞা কালীগঞ্জে দারুস-শেফা প্রাইভেট হাসপাতালের তদন্ত সম্পন্ন
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে বহুল আলোচিত দারুশ-শেফা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অপচিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির তদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকালে সিভিল সার্জন ঝিনাইদহ কার্য্যালয়ের স্মারকের লিখিত আদেশের প্রেক্ষিতে তদন্ত কমিটির সভাপতি ডঃ মিথিলা ইসলাম এর নেতৃত্বে এ তদন্ত সম্পন্ন হয়।
তদন্ত কমিটির সভাপতি বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শেষ। এখন আমরা প্রতিবেদন জমা দেব।
এ ব্যাপারে ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী বলেন, প্রসূতি মৃত্যুর পর তার স্বামী এনামুল কবির ১০ লাখ টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্টদের সাথে আপোষের গুঞ্জন আছে, এতে লাভ হবে না। তদন্তে অভিযোগের প্রমান মিললে অভিযুক্ত ডাক্তারের চিকিৎসা কার্যক্রম নিষেধাজ্ঞা আসতে পারে। এছাড়া তদন্তে উঠে আসা বিষয়াদি স্বাস্থ্য অধিদপ্তরে পঠিয়ে দেওয়া হবে। সেখান থেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য,গত ২৯ মার্চ দারুশ শেফা প্রাইভটে হাসপাতাল ও ডায়াগনস্টকি সেন্টারে সর্বশেষ অপচকিৎিসায় প্রসূতি লাভলী বেগম নামে এক নারী মারা যান। ঘটনার পরদনি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরমিানা ও অপরশেন থিয়েটার সিলগালা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। ইতিপূর্বেও এই প্রতিষ্ঠানটির ডাক্তার রোকসানা পারভনি ইলোরা ও প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী তার স্বামী ফিরোজ আহম্মদের বিরুদ্ধে অপচকিৎিসার একাধিক অভিযোগ রয়েছে।
No comments