কালীগঞ্জে টিউবয়েলের পানি আনতে বিদ্যুতায়িত হয়ে এক রিক্সা চালকের মৃত্যু
স্টাফ রিপোর্টার-
টিউবয়েলের পানি আনতে গিয়ে পানি মটরের তারে বিদ্যুতায়িত হয়ে মুছা মন্ডল (৩২) নামের এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে কোন এক সময় পাশের বাড়ির তোফাজ্জেল হোসেন তোফার বাড়িতে পানি আনতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। মৃত মুছা মন্ডল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আজমত নগর গ্রামের বাবর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই প্রকাশ রায় জানান, মুছা মন্ডল গত শুক্রবার রাতে কোন এক সময় পাশের বাড়ির তোফাজ্জেল হোসেন তোফার বাড়িতে টিউবয়েলে পানি আনতে গিয়ে অসাবধানত ভাবে বিদ্যুতায়িত হয়ে মারা যান। পরে শনিবার ভোরে বাড়ির লোকজন টিউবয়েল পাড়ে মৃত্যু অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ঝিনাইদ মর্গে পাঠায়। এবিষয়ে কালীগঞ্জ থানার একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
No comments