ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ নারীকে কুপিয়ে যখম
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের দুর্গাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাহেলা বেগম ও অন্তরা খাতুন নামের দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিবেশীরা। গুরুতর আহত অবস্থায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত রাহেলা বেগম ওই এলাকার কৃষক লালমোহন বিশ্বাসের স্ত্রী ও অন্তরা লালমোহন বিশ্বাসের ছেলের বৌ।
স্বজনরা জানায়, রোববার সন্ধ্যায় রাহেলার ছেটো ছেলে রিয়াদ’র (১২) সাথে প্রতিবেশী ডাবলুর ছেলে সাব্বির’র (১৫)’র তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি হয়। এরই জের ধরে সাব্বিরের পিতা ডাবলু, প্রতিবেশী সুমন, মাহাতাব রিয়াদের বাড়িতে এসে হামলা চালায়। সেসময় হামলাকারীরা রাহেলা বেগম, ছেলের বৌ অন্তরা খাতুন ও তার ছেলে হৃদয় ও রিয়াদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। সেখান থেকে আহত অবস্থায় রাহেলা বেগম ও অন্তরাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments