ঝিনাইদহে প্রতিবন্ধী শিক্ষার্থীদের একইভ‚ত শিক্ষা নিশ্চিত করার লক্ষে অ্যাডভোকেসি সভা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে এইড ফাউন্ডেশন এর উদ্যোগে চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের একইভ‚ত শিক্ষা নিশ্চিত করার লক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের একইভূত শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এক অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়নমূলক সংস্থা এইড ফাউন্ডেশনের আয়োজনে এ সভার আয়োজন করে। নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা লিলিয়ানা ফন্ডস এর অর্থায়নে সিডিডি বাংলাদেশের সহযোগিতায় চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে এইড ফাউন্ডেশন। সভায় উপস্থিত ছিলেন বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রতিবন্ধী শিক্ষার্থী শিশু ও তাদের অভিভাবক বৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা শিক্ষা অফিসার নাজমা সামাওয়াত, এইড ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী, জেলা শিক্ষা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা পরিদর্শক সহ, আমন্ত্রিত সকল অতিথিরা কিভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের আগামীতে একইভূত শিক্ষা নিশ্চিত করা যায় সে ব্যাপারে সকলের মতামত প্রকাশ করেন। শিক্ষকেরা বিদ্যালয় কর্তৃক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সকল সহযোগিতা দেবার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন সিবিআর ওয়ার্কার এইড ফাউন্ডেশরে আসলাম হোসেন। সভা সঞ্চালনা করেন এইড ফাউন্ডেশনের আয়াতুল্লাহ খান।
No comments