ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর তলিকায় নাম না থাকলেও চেয়ারম্যান প্রার্থীর প্রচারনা, জনমনে নানা প্রশ্ন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচনের প্রার্থীর তালিকায় ছিল না তার নাম, ছিলনা বৈধ যাচাই বাছায়েও তার নাম এমনকি প্রতীক বরাদ্দের দিন নেই তার নাম নেই প্রার্তীর প্রতীক,, প্রার্থী এস এম আনিসুর রহমান খোকা।।অথচ অনলাইন ও সরাসরি প্রচার করছেন, হাইকোটের রায় আছে। আমি নির্বাচন করতে পারবো এবং আমার প্রতীক টেলিফোন মার্কা।। সকলে তার প্রতীকে ভোট দিবেন।।এমনকি প্রতিনিয়ত চলছে তার টেলিফোন মার্কার নির্বাচনি মাইক,শহর জুড়ে পোস্টার, সন্ধ্যা হলেই মিছিল।
ঝিনাইদহের জেলা নির্বাচন অফিসার মোখলেচুর রহমান বলেন, তিনি এখন পর্যন্ত পূর্ণ প্রার্থী না। তবে হাইকোটের একটা কাগজ পেয়েছি প্রার্থী বলে দাবী করা আনিসুর রহমান খোকার কাছ থেকে। তাতে প্রতীক বা নির্বাচন করার আদেশ নেই। তবে পূর্ণ রায় হলে সম্ভাবনা থাকতে পারে। পূর্ণ রায়ের আগে তিনি কি ভাবে নিশ্চিত হয়ে টেলিফোন মার্কার ভোট চাচ্ছেন তা আমাদের জানা নেই। তবে ্য আদেশ পাবার আগে কেও মার্কার ব্যবহার করলে তা নির্বাচনি আইন লংঘন বলে গণ্য হবে। আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
No comments