শৈলকুপায় আগুনে পুড়ে ভষ্ম সাবেক সেনা সদস্যের বাড়ি
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে ছাই হয়েছে সাবেক এক সেনা সদস্যের বাড়ি। রোববার ভোররাতে শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার ভোররাতে ওই গ্রামের সাবেক সেনা সদস্য গোলাম মর্তুজার বাড়িতে হঠাৎ আগুনের সুত্রপাত হয়। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় প্রথমে বিষয়টি টের পায়নি তারা। পরে টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় শৈলকুপা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় বাড়ির ৩ টি ঘর ও সকল আসবাবপত্র। আগুনে সব পুড়ে ছাই হওয়ায় বর্তমানে খোলা আকাশের নিচে বাস করছে ওই পরিবারের সদস্যরা। শত্রæতাবশত দেওয়া আগুণ নাকি বৈদ্যুতিক শর্ট-সার্টিকের কারণে এই অগ্নিকান্ড তা জানাতে পারেনি পরিবারের সদস্যরা।
শৈলকুপা ফায়ার সার্ভিসের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেন, প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন এনেছি। তবে আগুনের কারণ এখনও নির্ণয় করতে পারিনি।
No comments