ভাতিজা নিহত চাচার ট্রলির নিচে পড়ে
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামে চাচার ট্রলির চাপায় পিষ্ট হয়ে ভাতিজা নিহত হয়েছে। প্রথম শ্রেণির শিক্ষার্থী পারভেজ হোসেন কেষ্টপুর গ্রামের বিপুল ইসলামের ছেলে। শুক্রবার সকাল ৮টার দিকে চাচার সাথে মাঠে যাওয়ার সময় পড়ে গিয়ে ট্রলির চাকার নিচে পিষ্ট হয় শিশু পারেভজ। গ্রামবাসি জানায়, সকালে মাঠে ট্রলিতে করে জৈব সার নিয়ে যাচ্ছিল চাচা। শিশু পারভেজ ট্রলির উপর বসে ছিল। শিশুটির পায়ে পিঁপড়ায় কামড় দিলে উপর থেকে নিচে পড়ে যায়। এ সময় ট্রলির চাকায় পিষ্ট হয় তার মাথা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হরিণাকন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। শিশুদের প্রতি অভিভাবকদের যতœশীল ও সতর্ক থাকা উচিৎ বলে তিনি মন্তব্য করেন।
No comments