ঝিনাইদহে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩জন। বৃহস্পতিবার দুপুরে সদরের পাঁচ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক খিলাফত মন্ডল সদরের চন্দ্রজানী গ্রামের আফসার মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহ শহর থেকে ইজিবাইকটি যাত্রী নিয়ে হাটগোপালপুরে যাচ্ছিল। পতিমধ্যে পাঁচ মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পুর্বাশা পরিবহন এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক খিলাফত মন্ডলের মৃত্যুু হয়। আহত হয় ইজিবাইকে থাকার আরো ৩ যাত্রী। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ঘাতক বাস,চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
No comments