ঝিনাইদহের নলডাঙ্গায় মায়ের আদর প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে মায়ের আদর প্রি-ক্যাডেট স্কুলে র্কীতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নাচ,গান হাসি আনন্দের মধ্য দিয়ে স্কুলটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা ১৬টি ইভেন্টে খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মুল আকর্শন ছিল যেমন খুশি তেমন সাজ ও অভিভাবকদের খেলাধূলা।
অভিভাবকরা জানান, প্রতিবছরে এমন অনুষ্ঠান আমরা দারুনভাবে উপভোগ করি। সন্তানদের সাথে তার শিক্ষা প্রতিষ্ঠানে খেলতে পারা এযেন অন্যরকম অনুভূতি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতি বছরে ন্যায় এবারও র্কীতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক কেএম কামরুজ্জামান পিন্টু, প্রধান শিক্ষক নুরজাহান খাতুন,সহকারী শিক্ষক পলি রানি বিশ্বাস,অর্চনা রানী বিশ্বাস,কাজল রায়,কনিকা রানি বিশ্বাস,সম্পা মন্ডল সহ আমন্ত্রিত অতিথিরা।
No comments