কালীগঞ্জে ঔষধ ব্যবসায়ীদের নিজেস্ব আইন তৈরি ও জরিমানা আদায় বন্ধে ইউএনওর হুশিয়ারি
স্টাফ রিপোর্টার-
শতকরা ৫ টাকার বেশি ছাড় দিয়ে যদি কোন ঔষধ ব্যবসায়ী ভোক্তা পর্যায়ে ঔষধ বিক্রি করে থাকেন তাহলে তাকে জবাবদিহিতা ও ৫০০ টাকা জরিমানার আওতায় আনেন ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা ঔষধ ব্যবসায়ীদের সংগঠন বিসিডিএস। সংগঠনটি নিয়ম বহির্ভূতহবে নিজেদের তৈরি আইনে লঙ্ঘিত হচ্ছে ভোক্তার অধিকার। আলোচনা সভায় উঠে আসা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ঔষধ ব্যবসায়ীদেরকে এই ধরনের আইন ও জরিমানা আদায় না করার নির্দেশনা প্রদান করেন। একই সাথে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চালু থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুশিয়ারি প্রদান করেন। কথাগুলো বলছিলেন বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ খায়রুল হক, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উপজেলা কমিটির সাধারণ স¤পাদক শিবু পদ বিশ্বাস, সাংবাদিক জামির হোসেন, কালীগঞ্জ পৌর ব্যাবসায়ী সমিতির সহ-সাংগঠনিক স¤পাদক হুমায়ুন কবির সোহাগ, কালীগঞ্জ উপজেলা ঔষধ ব্যবসায়ীদের সংগঠন বিসিডিএস এর সভাপতি বাবলু সাহা, মোঃ আকিদুল ইসলাম প্রমুখ।
No comments