ঝিনাইদহে প্রগতি মিলন মেলা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
“একতা নিয়ে করব কাজ, গড়বো মোরা সোনালি সমাজ” এ শ্লোগানে ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ও অলাভজনক সমাজ কল্যাণ সেবামূলক সংগঠনের প্রগতি মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা স্কাউটস ভবনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস জেলা সম্পাদক মুহাম্মদ আবু বকর সিদ্দিক, ঝিনাইদহ প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও এসএটিভি’র জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, প্রেসক্লাবের নব-নির্বাচিত সাহিত্য ও পাঠাগার সম্পাদক এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি এস. এম. মেহেদী হাসান জিকু, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, আম্বার গ্রুপ ঢাকা’র ন্যাশনাল সেলস ম্যানেজার ও প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা মহিদুল ইসলাম ও রেল আব্দুল্লাহ সহ অন্যন্যারা। এছাড়াও সেসময় উপস্থিত ছিলেন সদস্য ইসহাক আলী, ওসমান গনি, আব্দুল গফফার, ঝিনাইদহ হেল্পিং সেন্টারের সভাপতি এইচ. এম. আশিক। সেসময় জেলার ১০ টি সমাজ কল্যাণ সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments