কালীগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত
এম শাহজাহান আলী সাজু-
“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে এক র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সাংসাদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শিবলী নোমানী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ব্আিরডিপি কর্মকর্তা খাইরুল ইসলাম, রুপালী লাইফ ইনসিওরেন্স এর ডিজিএম নুর জাহান আক্তার, জীবন বীমা করপরেশনের কাজী আবুল কালাম আজাদ, ন্যাসনাল লাইফ ইনসিওরেন্স এর মাহফুজ হোসেন প্রমূখ।
No comments