কালীগঞ্জে পর্ণগ্রাফি মামলায় এক যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে পর্ণগ্রাফি মামলায় তুষার খান (৩০) নামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ২নম্বর জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তুষার খান উপজেলার জামাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও
ইউপি সদস্য নজরুল ইসলাম খানের ছেলে।
পুলিশ জানায়, আটক তুষার মেয়েদের গোসল করার সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতো। ভুক্তভোগী এক গৃহবধূর করা পর্ণগ্রাফির মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত তুষার পর্ণগ্রাফি মামলার ওয়ারেন্ট ভুক্ত হওয়ায় শুক্রবার রাত নয়টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য , গত বছরের ১৩ ফেব্রæয়ারি বাড়ির আঙিনায় লাগানো গাঁজা গাছসহ তুষার খানকে গ্রেপ্তার করে ঝিনাইদহ জেলা ডিবি পুলিশ। সে সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত।
No comments