ঝিনাইদহে কালিকাদোয়া মহাশ্মশানের প্রাচীর ও রাস্তা নির্মান কাজের শুভ উদ্বোধন
এম শাহজাহান আলী সাজু-
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সোনাতনী সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরন হতে চলেছে। কয়েক যুগ পূর্বে প্রতিষ্ঠিত কালিকাতলা ও কালীকা দোহা মহাশ্মশান ঘাটের রাস্তাটি নিয়ে নানা সমস্যায় জর্জরিত থাকলেও এবার ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের ঐকান্তিক প্রচেষ্টায় ছাড়াও স্থানীয় এলাকাবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে।
শুক্রবার সকালে কালিকাতলা ও কালীকা দোহা মহাশ্মশান কমিটির সভাপতি বাবু বিশ^জিৎ রায় টোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
ঐতিহ্যবাহী এই শ্মশানের সীমানা প্রাচীর ও শবদেহ নেওয়ার রাস্তা নেই দীর্ঘদিন ধরে। যুগ যুগ ধরে নিদারুন কষ্ট নিয়ে স্থানীয় সোনাতনী সম্প্রদায়ের মানুষেরা শবদেহ সৎকার করে আসছে। ভরাবর্ষায় বা প্রতিকূল পরিবেশে শবদেহ শ্মশানঘাটে নিতে অবর্ণনীয় সমস্যায় পড়তে হয়। তাই এই রাস্তাটি সোনাতনী মানুষের অনেক দিনের স্বপ্নই ছিল।
এ সময়ে উপস্থিত ছিলেন কালীকা দোহা মহাশ্মশান কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মন্টু গোপাল,ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক তুহিন বিশ^াস,নলডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আবুল হোসেন,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি সাগর হোসেন সোহাগ, নলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান পিপুল,পঙ্কজ অধিকারী, বীর মুক্তিযোদ্ধা,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় গ্রামবাসী।
No comments