কালীগঞ্জে জেনারেটর থেকে আগুন, শিক্ষিকা সোমা ব্যানার্জি দগ্ধ
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহে কালীগঞ্জে একটি জেনারেটর থেকে অগ্নিকান্ডের ঘটনায় সোমা ব্যানার্জি নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা আগুনে দগ্ধ হয়েছেন। রবিবার বিকাল ৪.৩০ দিকে নলডাঙ্গা ভূষণ হাইস্কুল রোডে একটি ৪ তলা ভবনের নিচ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থায়ী বাসিন্দারা জানান, হঠাৎ কৃষি ব্যাংকের দিকে তাকিয়ে দেখি জানালা দিয়ে কালো ধূয়া বের হচ্ছে। দৌড়ে ভিতরে যায় এবং ফায়ার সার্ভিস কে খবর দিই। তারপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
বিকাল সাড়ে ৪টার সময় বিদ্যুৎ চলে গেলে চারতলা ঐ বিল্ডিংয়ের নিচ তলায় সোনালী ব্যাংক কালীগঞ্জ শাখার জেনারেটর মেশিন চলছিল। এসময় হটাৎ জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। একই বিল্ডিংয়ের ২য় তলায় কৃষি ব্যাংকসহ তৃতীয় ও চতুর্থ তলায় আবাসিক বাসা ছিল। আগুনের ধোয়া সিড়িঘর দিয়ে চারিদিকে ছড়িয়ের পড়লে সোমা ব্যানার্জি দগ্ধ হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, চারতলা ঐ বিল্ডিংয়ের নিচ তলায় সোনালী ব্যাংক কালীগঞ্জ শাখার জেনারেটর মেশিন চলছিল। এসময় জেনারেটন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় জেনারেটরের পাশে থাকা একটি শরিষার তৈলের ব্যারেল ও ট্রাকের দুটি টায়ার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক ভাবে আমরা কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, কোটচাঁদপুর ও ঝিনাইদহ থেকে একটি করে মোট ৪টি ইউনিট এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এসময় সোমা ব্যানার্জি নামের এক শিক্ষিকা আগুনে দগ্ধ হন। তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইস এ ডাক্তার আলোমগীর হোসেন জানান, তার শরীরের ৪ হাত পা সহ শরিরের বিভিন্ন অংশে প্রায় ৫০ ভাগ আগুণে পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।
No comments